উড় চিঠি খালি ডাকে , শুধু নিত্য নতুন শব্দের ভাণ্ডার সাজিয়ে
আমি শুধু তাকিয়ে থাকি ........
নিজের শব্দ শুনতে পাই না , শুধু কিছু বিশৃঙ্খল ভাবনা
আমায় গ্রাস করে রয়েছে ...
তাই বোবার মত চুপ করে থাকি আর শুধুই ভাবি.
কবে এগোবে জীবন ...
কবে বন্ধ হবে সময়ের অত্যাচার ..
শুধু ভাবি "আছে নাকি সে পাখি -
যে আপন তেজে পাখা নাড়ে..
যে আপন সুখে এদিক ওদিক ... ছুটে বেড়ায় -
এক অসহ্য খামখেয়ালি পনায় "
আমি তালে সেটাই হব
উড়ে যাব কোন আকাশ বাতাসে যেখানে কেউ খুঁজবে না
আমি শুধু তাকিয়ে থাকি ........
নিজের শব্দ শুনতে পাই না , শুধু কিছু বিশৃঙ্খল ভাবনা
আমায় গ্রাস করে রয়েছে ...
তাই বোবার মত চুপ করে থাকি আর শুধুই ভাবি.
কবে এগোবে জীবন ...
কবে বন্ধ হবে সময়ের অত্যাচার ..
শুধু ভাবি "আছে নাকি সে পাখি -
যে আপন তেজে পাখা নাড়ে..
যে আপন সুখে এদিক ওদিক ... ছুটে বেড়ায় -
এক অসহ্য খামখেয়ালি পনায় "
আমি তালে সেটাই হব
উড়ে যাব কোন আকাশ বাতাসে যেখানে কেউ খুঁজবে না
No comments:
Post a Comment